আমাদের দেশে যাতাযাত ব্যাবস্থা যত উন্নত হচ্ছে, ট্যুর করার ইচ্ছে, প্রবণতা সমান তালে বাড়ছে। একই সাথে আমরাও আবিস্কার করছি, দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা অস্বাধারণ সব স্পট। লম্বা ট্যুর দেয়াটা আনন্দের, তবে অনেকের জন্য তা কপালে ভাঁজ ফেলে দেবার মত। কারণ – স্বাস্থ্যগত। ফুড পয়জনিং থেকে, শরীর খুব খারাপ লাগা- এসব কারণে কেউ কেউ ট্যুর করতে গিয়ে নিজের আনন্দ মাটি করেন, সাথে মাটি হয় টিমমেটদের আনন্দ।
লালবক টেলিমেডিসিন অ্যাপ এক্ষেত্রে আপনার ভরসার জায়গা। যেখানেই থাকুন, বাসে কিংবা তাঁবুতে। হোটেলে কিংবা চাঁদের গাড়ির দুলুনিতে। ডাক্টারের পরামর্শ এখন সব জায়গায়। শুধু লালবক অ্যাপটি চালু করুন এবং ডাক্টারের সাথে ভিডিও কল করুন। আর অস্বাধারণ এক ট্যুর শেষ করে নিরাপদে ফিরে আসুন। শুভ কামনা।