লালবক-এ বন্ধু হিসেবে কাজ করতে চাই। তবে হোম ডেলিভারিতে যেতে পারবো না। এক্ষেত্রে কী করণীয়?
যদি এখনি যেতে না পারেন, কিন্তু কয়েকঘন্টা পর একবারে ৮/১০টি রিকোয়েস্ট এর লন্ড্রি সংগ্রহ করার জন্য বের হতে চান তাহলে, রিকোয়েস্ট গ্রহণ করুন। এরপর গ্রহীতার সাথে ফোনে কথা বলুন। জানিয়ে দিন কোন সময়ে আপনি তার লন্ড্রি সংগ্রহ করতে চান।
যদি নিজে বের হতে না চান, তাহলে দোকানের কর্মচারী/ বাসার কাজের লোকটিকে দিয়েও ডেলিভারির কাজটি করতে পারেন। কারণ রিকোয়েস্টগুলোর অবস্থান আপনার কাছাকাছি।
সেটিও সম্ভব না হলে, হোম ডেলিভারীর শর্তযুক্ত নতুন রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন। হোম ডেলিভারীর শর্ত নেই, শুধুমাত্র এমন রিকোয়েস্ট গ্রহণ করুন।