৪. বন্ধু অ্যাপ এর ফিচার
হোমপেইজ



১। অনলাইন সুইচ। এর মাধ্যমে আপনি চাইলে অনলাইন / অফলাইনে থাকতে পারেন। অনলাইনে থাকলে নতুন রিকোয়েস্ট পাবেন। অফলাইনে থাকলে নতুন রিকোয়েস্ট পাবেন না।
২। এই জায়গায় পোশাকের বিস্তারিত নাম এবং সংখ্যা দেয়া থাকবে।
৩। রিকোয়েস্ট থেকে সর্বমোট উপার্জন কত হবে, তা দেখানোর জন্য এই অংশ।
৪। গ্রাহকের বিস্তারিত তথ্য। আপনি চাইলে গ্রাহককে ফোন করতে পারেন।
৫। রিকোয়েস্টের ধাপ। এখানে লন্ড্রির বর্তমান অবস্থা দেখানো হয়। রিকোয়েস্টের যে অংশটুকু আপনি সম্পন্ন করেছেন, তাতে ক্লিক করুন এবং ওকে করুন। যেমন- আপনি লন্ড্রি গ্রহণ করলে, “লন্ড্রি গ্রহণ করা হয়েছে”- এই ধাপে ক্লিক করুন। তাহলে নিচের মত কনফার্মেশন বক্স দেখতে পাবেন। তাতে সম্মতি দিলে রিকোয়েস্টের একটি ধাপ সম্পন্ন হবে এবং একটি টিক চিহ্নর মাধ্যমে তা দেখানো হবে। এভাবে ধাপে ধাপে সবগুলোতে ক্লিক করে রিকোয়েস্ট সম্পন্ন করুন।

নতুন রিকোয়েস্ট
লালবক থেকে যখনই আপনার কাছে নতুন রিকোয়েস্ট আসবে, তখনই একটি বিশেষ নোটিফিকেশন আপনার কাছে আসবে। নোটিফিকেশন পেইজটি দেখতে নিচের মত।

১। এই অবস্থানে গ্রাহকের বিস্তারিত তথ্য এবং লন্ড্রির বিস্তারিত তথ্য দেয়া থাকে।
২। এই অবস্থানে একটি ম্যাপের মাধ্যমে আপনার এবং গ্রাহকের অবস্থান দেখানো হয়।
৩। এই অবস্থানে ডেলিভারি করার শর্ত দেয়া থাকে। যদি ডেলিভারিঃ বন্ধু লেখা থাকে, তাহলে আপনাকে যাওয়া আসার কাজটি করতে হবে। এক্ষেত্রে আপনার উপার্জনে বাড়তি অর্থ যোগ হবে। যদি ডেলিভারিঃ গ্রাহক লেখা থাকে, তাহলে গ্রাহক নিজেই লন্ড্রি বহণ করবেন। সেক্ষেত্রে বহন করার জন্য বাড়তি উপার্জন হবে না।
৪। আপনার সর্বমোট উপার্জন এই স্থানে দেয়া থাকবে।
৫। রিকোয়েস্ট গ্রহণ করার বাটন।
৬। রিকোয়েস্ট গ্রহণ করার সময় আর কতটুকু বাকি আছে তা দেখানোর জন্য এই প্রগ্রেসবার। সাধারণত ৩০ সেকেন্ডের মধ্যে রিকোয়েস্ট গ্রহণ করতে হবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।
নোটিফিকেশন
নতুন রিকোয়েস্ট আসলে, কিংবা যেকোন প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন আসবে।
ফিডব্যাক
অ্যাপ সম্পর্কিত যেকোন ফিডব্যাক আমাদের জানাতে পারেন প্রোফাইল->ফিডব্যাক থেকে।
ট্রানজাকশন
রেজিস্ট্রেশনের পর থেকে আপনার সব ট্রানজ্যাকশনের হিস্ট্রি পাবেন প্রোফাইল->ফিডব্যাক থেকে।
হিস্ট্রি
বিগত সবগুলো রিকোয়েস্টের তথ্য পাবেন প্রোফাইল->হিস্ট্রি থেকে।