৬. পেমেন্ট
লন্ড্রি করার পর পোশাক গ্রাহকের কাছে পৌছে দেয়ার পর পেমেন্ট অপশন অ্যাক্টিভেট হয়।

পেমেন্ট সাধারণত আপনি দুইভাবে পেতে পারেন।
নগদ অর্থ পরিশোধ, যেখানে পোশাক বুঝে পাবার পর গ্রাহক আপনাকে নগদ অর্থ হাতে পরিশোধ করবেন। অর্থ বুঝে পাবার পর আপনি পেমেন্ট সম্পন্ন হয়েছে – এ ক্লিক করে পেমেন্টের ধাপটি সম্পন্ন করতে পারেন নিচের ছবির মত।


ডিজিটাল ক্যাশের মাধ্যমে অর্থ পরিশোধ, এক্ষেত্রে গ্রাহক পোশাক বুঝে পাবার পর গ্রাহক চাইলে ডিজিটাল ক্যাশের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেন।
ডিজিটাল ক্যাশ পদ্ধতিটি sslCommerz পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে। তাই এটি শতভাগ নিরাপদ।

এই পদ্ধতিতে গ্রাহক অর্থ পরিশোধ করার সাথে সাথে আপনার প্রোফাইলে ‘ডিজিটাল ক্যাশ’ এ এই অর্থ যোগ হবে। যেকোন সময় এই অর্থ উত্তোলন করতে পারবেন।
এই পদ্ধতিতে আপনি নিচের মত একটি নোটিফিকেশন পাবেন।

বকেয়া ফি থেকে থাকলে, প্রয়োজনে এই অর্থ থেকে সমন্বয় করা হবে। সেক্ষেত্রে নিচের মত দুটি নোটিফিকেশন পাবেন।

প্রোফাইলে ডিজিটাল ক্যাশ অংশে এই অর্থ জমা হবে।

অর্থ উত্তোলন নামের বাটনে ক্লিক করে যেকোন সময় এই অর্থ তুলে নিতে পারেন।
লেনদেনের হিস্ট্রি
রেজিস্ট্রেশনের পর থেকে বর্তমান পর্যন্ত যতগুলো ট্রানজাকশন করেছেন, তার বিস্তারিত দেখতে, প্রোফাইল->ট্রানজাকশন এ ক্লিক করুন।

